সারাদেশে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছ। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানবেইজের অন লাইন জরিপ। অনেকে এ জরিপ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন। তাদের জন্য একটা সমাধান দেওয়া হলো।
প্রথমে আপনার কম্পিউটার অন করে নেট কানেকশন দিন। তারপর এড্রেসবারে www.banbeis.gov.bd এ login করুন।এবার on line survey তে click করতে হবে এখানে ইউজার আইডিও পাসওয়ার্ড চাইব।User id আপনার প্রতিষ্ঠানের EIIN Number এবং password| 532688 দেওয়ার পর পাওয়া যাবে।এখানে প্রয়োজনীয় তথ্য ইনপুট করে ডাটা আপডেট করুন। সর্বশেষে তথ্য সমূহ প্রিন্ট করে এককপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করুন আর এক কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিন।ব্যানবেইজের এ জরিপ আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস